এবারের বাজেটে ভাতাভোগী বাড়বে না: দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি

এবারের বাজেটে ভাতাভোগী বাড়বে না: দীপু মনি

রেজাউল করিম মানিক, রংপুর

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, রাজনীতি সঠিক থাকলে সব সেবা পাওয়া যায়। ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায়।

তিনি আরও জানিয়েছেন, এবারের বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ভাতাভোগীদের বরাদ্দ তেমন বাড়বে না। আর সংখ্যাও বাড়ানো হবে না।

আজ রোববার সকালে রংপুরে একদিনের সফরে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

প্রতিবন্ধীদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তাক সেবা কেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলাতেও করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্নার খুলে সেবা নিশ্চিত করা হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি।

মন্ত্রী আরও বলেন, মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ সহ পুনর্বাসনের ও বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এছাড়াও আগামী বাজেটে বয়স্ক ভাতার সংখ্যা, ভাতার পরিমাণ বাড়বে না বলেও জানান তিনি।

news24bd.tv/তৌহিদ