ভারতে নয়, চট্টগ্রামেই পাবে ক্যান্সারের চিকিৎসা 

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

চট্টগ্রামে বাড়ছে দুরারোগ্য ক্যান্সার রোগীর সংখ্যা। শিশুরাও হচ্ছে আক্রান্ত। তবে চট্টগ্রাম মেডিকেলেই ক্যান্সারের সব বিশেষায়িত সেবা দিতেই নির্মাণ হচ্ছে ১৫তলা ভবন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে নয়, এই মেডিকেলেই ভালমানের চিকিৎসা সেবা পাবে রোগীরা।

মরণব্যাধি ক্যান্সারে প্রতিবছরই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের অনেক মানুষ। আক্রান্তের হার সবচেয়ে বেশি চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন, বিষ মিশ্রিত শুটকি, তামাক সেবন এবং পান-সুপারি খাওয়ার পাশাপাশি নিকট আত্মীয়র মধ্যে বিয়ের কারণেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ।  

চট্টগ্রাম জেলার ১ কোটি ২০ লাখ মানুষের জন্য হাসপাতালে রয়েছে মাত্র ৪২টি ক্যান্সার বেড।

প্রয়োজন বিবেচনায় অনেক বিলম্বে হলেও আলাদাভাবে চট্টগ্রাম মেডিকেলে ১৫তলা ভবন নির্মাণ হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য।


আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ


এখন ক্যান্সারের তেমন চিকিৎসা না পেলেও আধুনিক মানের হাসপাতাল গড়ে উঠলে ভারতে যেতে হবেনা বলছেন ভুক্তভোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন, ক্যান্সারের সব চিকিৎসা পাওয়া যাবে বিশেষায়িত হাসপাতালে।

অন্যদিকে বেসরকারিভাবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও নির্মাণ হচ্ছে আরেকটি আধুনিক মানের ক্যান্সার হাসপাতাল।

news24bd.tv/ নাজিম