জাবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

নিহত শামীম মোল্লা

জাবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের মারপিটের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হাসপাতালে মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টম্বর) রাতে তিনি হাসপাতালে মারা যান বলে নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন জাবি সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জল।  

নিহত এই শিক্ষার্থীর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি কোমরে রিভলবার নিয়ে ক্যাম্পাসে ঘুরতেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

চাঁদাবাজি, মাদককারবারী, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে নিহত শামীমের বিরুদ্ধে।  

শিক্ষার্থীরা জানান, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট (জয় বাংলা গেট) এলাকা থেকে ক্যাম্পাসে নাশকতার সন্দেহে তাকে আটক করেন শিক্ষার্থীরা। মারপিটের পর প্রক্টর অফিসের নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয় তাকে। প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলেও উত্তেজিত শিক্ষার্থীরা সেখানেও তাকে গণধোলায় দেন।

প্রক্টরিয়াল টিম পরে পুলিশে খবর দেয়। আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখায় আসে। এ সময় পুলিশ ও প্রক্টরিয়াল টিম তাকে হাসপাতালে নেয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।  
news24bd.tv/আইএএম