উত্তর সিটির ৫৩ নাম্বার ওয়ার্ডে

প্রতিশ্রুতি নয়, সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা 

তালুকদার বিপ্লব

অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। দুই বছর ধরে এমন মহা-পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বপ্ন দেখে আসছেন ঢাকা উত্তর সিটি কপোরেশনের ৫৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থাতেই তারা ভালো ছিলেন।

 

ইউনিয়ন পরিষদ থেকে কিছু সেবা পেলেও সিটি করপোরেশনে যুক্ত হওয়ার পর কোনোটিই পাচ্ছেন না। এমন ক্ষোভ ঢাকা উত্তর সিটি কপোরেশনের ৫৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দাদের।

শনিবার সরেজমিন ঘুরে দেখা যায় ওয়ার্ডের রানাভোলা-নলভোগ এলাকার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। বৃষ্টিপাত ছাড়াই রাস্তার বেশিরভাগ অংশে পানি জমে আছে।

সংষ্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। কাদাঁমাটি ও আবর্জনােএকসঙ্গে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ।

এছাড়া সিটি কপোরেশন হয়েও সড়কবাতির আলোর মুখ দেখে না এখানকার বাসিন্দারা। প্রায়ই অন্ধকারে ঘটছে নানা দুঘটনা।

এদিকে রাস্তা এবং ড্রেন সংস্কার সহ আবারও পরিকল্পিত ওয়ার্ড গড়ার প্রত্যয় জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

তবে শুধু প্রতিশ্রুতি নয়, এবার এসব সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা।

আরও পড়ুন:

বিদেশে ঠাঁই না পেয়ে, অবশেষে দেশে ফিরলেন ডা. মুরাদ

news24bd.tv/ কামরুল