‘দিবস উদযাপন’ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয়: হাইকোর্ট

‘দিবস উদযাপন’ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয়: হাইকোর্ট

হাবিবুল ইসলাম হাবিব

কেবল আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উদযাপন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক এমডি পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের প্রতিবেদনের ওপর শুনানির সময় এসব কথা বলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ। এসময় দুদক আগামী বছরের ৩ জানুয়ারির মধ্যে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী পিকে হালদার।

বিদেশে পালিয়ে থাকা এই আসামীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানী নেন আদালত।

এসময় আদালত মন্তব্য করে বলেন, শুধু দিবস উদযাপন দুর্ণীতি দমনের জন্য যথেষ্ট নয়। দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স কার্যকর করার বিকল্প নেই বলেও অভিমত দেন আদালত।

এসময় ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানতে চান হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ৩ জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পি কে হালদারের মামলায় পক্ষভুক্ত দু’ আসামীর আবেদন গ্রহণ করেন আদালত।

আরও পড়ুন: ষাটোর্ধ্ব বয়সী ধনাঢ্য শিল্পপতিদের ‘প্রেমের ফাঁদে ফেলতেন’ নূপুর-শেফালীরা

আবাসিক হোটেলে অভিনেত্রীর লাশ, তদন্ত চলছে

গত ১৯ জানুয়ারি এক আদেশে পি কে হালদারসহ সংশ্লিষ্ট ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে স্বপ্রনোদিত হয়ে ফিরতে চাইলেও শেষ পর্যন্ত আর দেশে আসেনি পিকে হালদার।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর