চলচ্চিত্র প্রযোজক সমিতির কমিটি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

চলচ্চিত্র প্রযোজক সমিতির কমিটি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি স্থগিত প্রশ্নে রুলও জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার নাজিরুল আলম। তিনি জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


আরও পড়ুন:

বাবুনগরী-ফয়জুল-মামুনুলের মামলা প্রত্যাহারের দাবি জানালেন চরমোনাই পীর

ফুলবাড়িয়ায় উচ্ছেদ ঠেকাতে রাস্তায় দোকানিরা

সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে: মির্জা ফখরুলের

এত শখ তো রোহিঙ্গাদের নিয়ে যান: জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রী


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজিরুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টচার্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

news24bd.tv নাজিম