যমুনায় তীব্র ভাঙন; ঝুঁকিতে হাজারো বসত ভিটা

যমুনায় তীব্র ভাঙন; ঝুঁকিতে হাজারো বসত ভিটা

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

যমুনার পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে নদী তীরবর্তি এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে কাজিপুরে নদী সংরক্ষণ দুটি বাঁধের ১৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে নদী গর্ভে। ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার বসত-বাড়ি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা। এ অবস্থায়  ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

সিরাজগঞ্জে গেল কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমলেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। যমুনার তীব্র স্রোতের কারণে কাজিপুরের   নদী তীর সংরক্ষণ দুটি বাঁধের ১৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে পুরো নাটুয়ারপাড়া এলাকাসহ হাজার হাজার হেক্টর ফসলী জমি ও বসতবাড়ি।

এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

news24bd.tv

ভুক্তভোগী এলাকাবাসির অভিযোগ, ভাঙন রোধে গেল মে মাস থেকে কাজিপুরের নদী তীর সংরক্ষণ বাঁধে ৪০ হাজার জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। অপরিকল্পিতভাবে জিওব্যাগ ফেলা ও পানি উন্নয়ন বোর্ডের রক্ষণাবেক্ষণের অভাবেই বাঁধ ধসে যাচ্ছে।    

পানি উন্নয়ন বোর্ডের কার্য্য সহকারী মাহবুব হোসেন জানান, নদীতে প্রবল ঘুর্ণিপাকের কারণে বাঁধ ধসে গেছে। জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেস্টা চলছে। শুষ্ক মৌসুমে টেকসইভাবে বাঁধগুলো মেরামত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে গেল  ২৪  ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি  বিপদ সীমার ৩০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩৭  সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ