ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের করুণ দশা

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের করুণ দশা

অনলাইন ডেস্ক

ফিফা র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ ১৮৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ আরও দুই ধাপ নেমে গেছে। হাভিয়ের কাবরেরার শিষ্যরা ১৮৪ থেকে ১৮৬-তে নেমে যাওয়ায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে।

র‍্যাঙ্কিংয়ে উন্নতির আশায় সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেললেও তাতে বিশেষ লাভ হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতলেও পরের ম্যাচ তারা হেরে যায় একই ব্যবধানে।

র‍্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়েছে।

আরও পড়ুন: নতুন কাঠামোয় আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লিগ

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে তিন নম্বর পটে থাকার আশা করলেও সেটা এখন আর সম্ভব হচ্ছে না। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ব্যাপারে আলোচনা চলছে কয়েকটি দেশের সঙ্গে।

উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশ রয়েছে অপরিবর্তনীয়। র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে।

news24bd.tv/SC