ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাংলাদেশ ৪০০ মিলিয়ন ডলার পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাজেট সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে এ ডলার দেবে এডিবি।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সাপোর্ট আসবে।

ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে। আইএমএফ ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার দেবে। আমরা আরও ৩ বিলিয়ন ডলার চেয়েছি। এছাড়া তাদের অনেকগুলো প্রকল্প রয়েছে।
সেগুলো তারা চালিয়ে যাবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্টে তাদের অর্থায়ন রয়েছে। ভৌত অবকাঠামো ঋণগুলো আমরা কন্টিনিউ করতে বলেছি, সেটা ওরা কন্টিনিউ করবে। এছাড়া আরও দুটি বিষয়ে কথা বলেছি। এর একটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা এবং আরেকটি টেকনিক্যাল বিষয়।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে যারা এসেছিলেন, তারা তিনজনই আমাদের উন্নয়ন সহযোগী। আমরা সবার সঙ্গে আলাপ করেছি, এতো দিন তাদের যে চলমান সহায়তাগুলো ছিল সেটা আরো জোরদার করতে বলেছি।

তিনি আরও বলেন, সার্বিকভাবে তিনটা উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে।  তারা আরও বেশি এঙ্গেজমেন্ট চায় এবং আমাদের সঙ্গে থাকবে।

news24bd.tv/SHS