প্রতারণার অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

প্রতারণার অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

জালিয়াতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পাভেল পপভ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পপভকে ২৯ অক্টোবর পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তহবিল আত্মসাৎ করেছেন পপভ।

এছাড়া পপভের বিরুদ্ধে মস্কো অঞ্চলের ক্রাসনোগোরস্ক জেলায় ব্যক্তিগত এস্টেট নির্মাণ, সংস্কার ও গৃহসজ্জাসহ ব্যক্তিগত সুবিধার জন্য পার্ক থেকে সম্পদ সরিয়ে নিয়ে তা অপব্যবহার করার অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুন: জানা গেছে ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ

সাবেক এই উপ-প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে পার্কের চুক্তিবদ্ধ সংস্থাগুলোকে বিনামূল্যে তার ব্যক্তিগত সম্পত্তি নির্মাণে বাধ্য করা এবং রক্ষণাবেক্ষণের জন্য পার্কের জনবল ব্যবহার করারও অভিযোগ আনা হয়েছে।

২০১৩ সালে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সহযোগী হিসেবে যোগ দেওয়ার আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত জরুরি পরিস্থিতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন পপভ।

বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন, তথ্য ব্যবস্থা ও রোবোটিক্স পরীক্ষার তত্ত্বাবধায়নের জন্য তিনি ২০২৩ সালের ৭ নভেম্বর উপ-প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন।

পরবর্তীতে চলতি বছরের জুনে প্রেসিডেন্টের জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হয়।

news24bd.tv/JP