গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা

ফাইল ছবি

গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দু'টি মামলা দায়ের করা হয়েছে। একটিতে ৭০ জন এবং অপরটিতে ৭৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) মামলা দু'টি দায়ের করা হয়। গত ১৮ এবং ১৯ জুলাই রাজধানীর মিরপুরে সংগঠিত গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশের অভিযোগ আনা হয়েছে এতে।

এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেক হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ পাঁচজনকে।

রাজধানীর মিরপুরের র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

news24bd.tv/FA