চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েল গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নৌবাহিনী থেকে অব্যাহতি পাওয়া রিয়ার এডমিরাল (অব.) এম সোহায়েল

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহায়েল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নৌবাহিনী থেকে অব্যাহতি পাওয়া রিয়ার এডমিরাল (অব.) এম সোহায়েল আটক হয়েছেন। মঙ্গলবার রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এর আগে দুর্নীতি, গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে সোমবার (১৯ আগস্ট) তাকে চাকুরিচ্যুত করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান।

অভিযোগ ওঠে শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার এডমিরাল হিসেবে পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন তিনি।

শুধু পদোন্নতি নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছিলেন অভিযুক্ত এই কর্মকর্তা। শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে গত বছর ২০ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই পুরস্কার দেওয়া হয় সোহায়েলকে।

গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) এম সোহায়েল আটক।

সাবংবদ তাহির জামান নিহততের ঘটনায়  নিউ মার্কেট থানায় মায়ের মামলা।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক