খোকনসহ ছয় আওয়ামী মন্ত্রী-এমপির সম্পদের খোঁজে দুদক

খোকনসহ ছয় আওয়ামী মন্ত্রী-এমপির সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

একইদিনে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ দুই মন্ত্রী ও তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মঙ্গলবার কমিশন তাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। দুদকের অনুসন্ধানের তালিকায় থাকা অন্যরা হলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নেত্রকোণা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল, সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি।

তাদের বিরুদ্ধে অভিযোগ, প্লট বরাদ্দে অনিয়ম, জমি দখলসহ ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের সম্পদ মালিক বনেছেন। দেশের বাহিরেও করেছেন সম্পদ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক