৩৫০০ বছরের পুরোনো মাটির ট্যাবলেট আবিষ্কার 

সংগৃহীত ছবি

৩৫০০ বছরের পুরোনো মাটির ট্যাবলেট আবিষ্কার 

অনলাইন ডেস্ক

তুরস্কে খননের সময় ৩৫০০ বছরের পুরোনো মাটির ট্যাবলেট খুজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। ট্যাবলেটটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে জীবন কেমন ছিল সে বিষয়ে আলোকপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাবলেটটিতে কিউনিফর্ম (অন্যতম প্রাচীন লেখার পদ্ধতি) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কিউনিফর্ম, লেখার প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি।

লেখার এই রূপ প্রাচীন মধ্যপ্রাচ্য জুড়ে ব্যবহৃত হত।

নতুন পাওয়া ট্যাবলেটটি খ্রিস্টপূর্ব ১৫ শতকের বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম সিএনএন। প্রাচীন এই শিলালিপিটিতে প্রচুর পরিমাণে আসবাবপত্র কেনার কথা বর্ণনা করা হয়েছে।  

তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত বলেছেন, “আমরা বিশ্বাস করি যে ২৮ গ্রাম ওজনের এই ট্যাবলেটটি ব্রোঞ্জ যুগের শেষের অর্থনৈতিক কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থা বোঝার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।

মজার ব্যাপার হলো বিধ্বংসী ভূমিকম্পের পরে পুনরুদ্ধারের কাজ চলাকালীন জুলাই মাসে ক্ষুদ্র ট্যাবলেটটি পাওয়া যায়।

জনস হপকিন্সের নিয়ার ইস্টার্ন স্টাডিজ বিভাগের ছাত্র লইঙ্গার এবং জেনেপ টারকার বর্তমানে আকারের সাথে ট্যাবলেটটি অনুবাদ ও অধ্যয়ন করছেন। আকার তুরস্কের মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন সহযোগী অধ্যাপক। সূত্র: সিএনএন 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক