ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। বগি লাইনচ্যুতের সাত ঘণ্টা পর শনিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর জংশন স্টেশনের সিনিয়র মাস্টার মো. হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের সালনা এলাকায় ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। গাজীপুর মহানগরীর সালনা ফ্লাইওভার এলাকায় আসার পর চলন্ত ট্রেনের পেছনের মালবাহী বগিটির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।

খবর পেয়ে জয়দেবপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে যান।

পরে রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক