বিক্ষোভের জেরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক

বিক্ষোভের জেরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

অনলাইন ডেস্ক

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি , ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদান করা থেকে সরে আসা। ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এ আন্দোলন এখন পশ্চিমের ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে ম্যাসাচুসেটস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক গতকাল বুধবার পদত্যাগ করেছেন।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তুমুল বিক্ষোভের প্রায় চার মাস পর পদত্যাগ করলেন শফিক।


ক্যাম্পাসে বিক্ষোভ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েল—উভয়পন্থী লোকজন তীব্র সমালোচনা করেছিলেন।
শফিক গতকাল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের কাছে একটি ই-মেইল পাঠান। এতে শফিক লিখেছেন, তিনি একটি অশান্ত সময় দেখেছেন। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তা অতিক্রম করা কঠিন হয়ে পড়েছে।

এই সময়টা তাঁর পরিবারের ওপরও যথেষ্ট প্রভাব ফেলেছে, যেমনটি প্রভাব ফেলেছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর।
শফিক মনে করেন, তাঁর পদত্যাগের কথা এখন জানানোর কারণ যাতে  নতুন সেমিস্টার শুরুর আগে নতুন নেতৃত্ব দায়িত্বে নিতে পারেন। শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়।  

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক