আমরা এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে: প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

আমরা এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, আমরা এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।  প্রধান বিচারপতি তার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করেন শ্রদ্ধা জানান।

এসময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।

এদিকে ৮ দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক