নড়াইলে নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষ উদযাপিত

সংগৃহীত ছবি

নড়াইলে নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষ উদযাপিত

অনলাইন ডেস্ক

নড়াইলে নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছে। শনিবার ( ১০আগষ্ট) দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবার সীমিত পরিসরে ছিল জন্মদিনের এই আয়োজন।  

বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন জন্মদিন পালনের এ উদ্যোগ নেয়। এ উপলক্ষে সকালে শহরের মাছিমদিয়ায় এস এস সুলতানের বাড়িতে কুরআন খানির আয়োজন করা হয়।

কুরআন খানি শেষে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদিসহ সুলতানের ভক্ত শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। এ সময় শিল্পীর সমাধী ফুলে ফুলে ছেয়ে যায়। পরে শিল্পীর বিদেহী আন্তার শান্তি কামনা করে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের জন্মদিনের আয়োজন।

 

মানবতাবাদি, প্রগতিশিল, মুক্ত চেতনার, অনুপম শিল্প ব্যক্তিত্ব এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। কালজয়ী এই শিল্পী দুরারগ্য নানা ব্যধিতে আক্রান্ত হয়ে যশোর সম্মিলীত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

news24bd.tv/DHL