ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ, নড়াইলে সাংবাদিকের নামে মামলা

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ, নড়াইলে সাংবাদিকের নামে মামলা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলায় সম্পৃক্ততার অভিযোগ তুলে একটি বেসরকারি টেলিভিশনের নড়াইল প্রতিনিধির নামে মামলা হয়েছে। অভিযুক্তের নাম সৈয়দ সজিব রহমান। তার বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তাকে ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭২জনকে মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯সেপ্টম্বর) দুপুরে বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বাদি হয়ে নড়াইল সদর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভূক্ত করার নির্দেশ দেন।

মামলার এজাহারে আসামি সৈয়দ সজিব রহমানসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ, গত ৪ আগস্ট মাদ্রাসা বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল লোহার রডসহ নানা দেশীয় অস্ত্র এবং শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। হামলায় বাদির ভাইসহ অনেকে গুলিবিদ্ধ হন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক