বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

ফাইল ছবি

   

বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অধস্তন আদালত খুললেও বিচারকাজে বসেনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। বিচারকাজ বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

হোয়াটঅ্যাপে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার বসছে না সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অদিবেশন।

এর আগে, গতকাল সোমবার এ জনসংযোগ কর্মকর্তা এক বার্তায় জানান, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে অধস্তন আদালতের বিচারিক ও দাপ্তরিক কাজ চলবে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) দাপ্তরিক কাজ চলার কথা জানিয়েছিলেন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক