মার্চ ফর জাস্টিসে একাত্মতা প্রকাশ শাবিপ্রবি শিক্ষকদের

মার্চ ফর জাস্টিসে একাত্মতা প্রকাশ শাবিপ্রবি শিক্ষকদের

অনলাইন ডেস্ক

চলমান কোটা বিরোধী আন্দোলনের নতুন ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিসে একাত্মতা জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষকরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের তারা এ সমাবেশ শুরু করেন।

শাবিপ্রবি শিক্ষকরা শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন। এর পর সেখান থেকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান।

পরে প্রধান ফটকের সামনে গিয়ে শিক্ষকরা এক সমাবেশে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক।

অধ্যাপক রেজাউল করিম বলেন, শিক্ষার্থী, শিশু ও অসহায় মানুষের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।  

অধ্যাপক সাজেদুল করিম বলেন, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরতে চাই।

শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীরা এ দেশের হৃদয়ের স্পন্দন, তাদের ওপর আর গুলি চালাবেন না।  

এর আগে  কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা।  

news24bd.tv/কেআই/আইএইচ