বাকৃবিতে শিক্ষকদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

বাকৃবিতে শিক্ষকদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক

চলমান কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নতুন ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিসের ব্যানারে  জানিয়ে সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষকদের একাংশ।  

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে কর্মসূচি পালনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা প্লেকার্ড এবং ব্যানার  হাতে একত্রিত হন।  

গণ গ্রেপ্তার বন্ধ কর, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, মার্চ ফর জাস্টিস, বিচার হতেই হবে, এবং স্টুডেন্টস ব্লাড ম্যাটারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায় শিক্ষকবৃন্দের হাতে।  

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে প্লেকার্ড হাতে একটি র‌্যালী বের করেন।

র‌্যালীটি শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে। পরে সেখানে শিক্ষার অনুকূল পরিবেশ ফেরানো এবং নিহতদের জন্যে দোয়া করা হয়।  

news24bd.tv/কেআই/আইএইচ