যুবলীগ কর্মীর বিরুদ্ধে হাসপাতালের আয়াকে মারধরের অভিযোগ

যুবলীগ কর্মীর বিরুদ্ধে হাসপাতালের আয়াকে মারধরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলা হাসপাতালের আয়া সাবিনা সুলতানাকে (২৮) মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে।  রোববার রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে ছুটে যায় পুলিশও।

যুবলীগ কর্মী হাসিব আমিন (৩৫) মোংলা পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর কবির হোসেনের আপন শ্যালক।

মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন।

মোংলা উপজেলা হাসপাতালের আয়া সাবিনা সুলতানা (২৮) জানান, পৌর কাউন্সিলর কবির হোসেন বেশ কয়েকজন লোক সাথে নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়টাতে মূলত হাসপাতালের রোগীদের ওষুধ সরবরাহের সময়। এ কথা বলতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ সাথের অন্যান্যরা আমার উপর চড়াও হন।

পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারপিট করেন। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। আমি মামলা করবো।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীনও ছুটে আসেন। পুলিশ আসার আগেই সটকে পড়েন হামলাকারীরা। মো. শাহীন জানান, আয়া সাবিনা সুলতানাকে মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক