প্যারিস অলিম্পিকের উদ্বোধন আজ

প্যারিস অলিম্পিকের উদ্বোধন আজ

এর আগে দুইবার প্যারিসে অলিম্পিক আয়োজিত হয়েছে। মাত্র দ্বিতীয় শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী। এর আগে লন্ডন গড়েছে এই কীর্তি। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্যারিসসহ ১৬টি সহযোগী শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক।

 

আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলে বিবেচিত এই আসরটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে হবে এটি।

এর আগে দুইবার প্যারিসে অলিম্পিক আয়োজিত হয়েছে। মাত্র দ্বিতীয় শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী। এর আগে লন্ডন গড়েছে এই কীর্তি। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্যারিস সহ ১৬টি সহযোগী শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক।  

প্যারিস অলিম্পিকে ২০৬টি দেশের ক্রীড়াবিদরা প্রতিনিধিত্ব করবেন। মোট ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ অংশ নেবেন ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে। এবারের অলিম্পিক আয়োজনে খরচ হতে পারে প্রায় ৯ বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় এক লক্ষ কোটি টাকা।  

সাধারণত চার বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হলেও এবারের আসর হচ্ছে তিন বছর পর। করোনার কারণে ২০২০ এর টোকিও অলিম্পিক হয় ২০২১ সালে। প্যারিস অলিম্পিকের পর অবশ্য আবার চার বছর পর অনুষ্ঠিত হবে আসরটি।  

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। যাদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন।  

news24bd.tv/আইএএম