বন্ধ ঘোষণা শাবিপ্রবি, ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ফাইল ছবি

বন্ধ ঘোষণা শাবিপ্রবি, ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এছাড়াও আজ দুপুরের পরেই মধ্যেই ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ ‍জুলাই) সকালে শাবিপ্রবির সিণ্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য শাবিপ্রবির সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গতকাল রাতেই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট মিটিং করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কাজ চলমান থাকায় অফিস খোলা থাকবে।

news24bd.tv/SHS