রাবিতে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা

রাবিতে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর একে একে হল ছাড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।  গতকাল রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করে প্রশাসন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়৷ একই সাথে দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেয়া হয়। ফলে প্রত্যেক হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশে৷ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলোতে দেখা যায়, ছাত্রীরা যার যার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্ধুবান্ধবসহ ক্যাম্পাস ত্যাগ করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না৷ তাই তারা এভাবে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছেন৷ রাতে আবাসিক হলগুলোতে প্রাধ্যক্ষদের অবস্থান করার কথা থাকলেও বেশিরভাগ হলেই তাদের দেখা যায়নি৷ তাই নিজেদের নিরাপত্তার জন্য তারা বাড়ি চলে যাচ্ছেন।

news24bd.tv/FA