উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ২৯ কর্মকর্তা ও প্রশাসক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
পদত্যাগ করা প্রশাসক ও কর্মকর্তারা হলেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ ১২ জন সহকারী প্রক্টর, মীর আব্দুল কাইয়ুম ডরমেটরির ওয়ার্ডেন আতাউর রহমান রাজু, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক শেখ শামসুল আরেফিন, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, লিগ্যাল সেল এর প্রশাসক সাদিকুল ইসলাম সাগর।
সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি’র পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসাইন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর পরিচালক দুলাল চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিউর রহমান ও আব্দুর রশিদ সরকার, ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রশাসক অধ্যাপক জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, টিএসসিসি’র পরিচালক ড. মিজানুর রহমান খান এবং কলেজ পরিদর্শক অধ্যাপক শহীদুল আলম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মহামান্য আচার্য বরাবর আধা ঘণ্টা আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে তিনি ও প্রক্টরিয়াল বডির সকল সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, এখন পর্যন্ত ২৮ জনের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
news24bd.tv/JP