কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা যুক্তরাষ্ট্রের

ম্যাথিউ মিলার।

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে চলমান আন্দোলনে বাংলাদেশে কী ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সম্মেলনে এক সাংবাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি।

এসময় তিনি মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনও ধরনের সহিংসতার নিন্দা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার।

news24bd.tv/DHL/এসএম