মুন্সীগঞ্জে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ১

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

পদ্মা নদীতে ট্রলার ডুবিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক ব্যক্তির নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে উদ্ধার করতে গেলেও লক্ষণ চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি এখনো নিখোঁজ।

পদ্মা সেতুর ৩ নম্বর খুঁটির নিচে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ লক্ষ্ণ চন্দ্র দাস (৬০) উপজেলার কনকসার ইউনিয়ন দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের পুত্র।

লক্ষণ চন্দ্র দাস পেশায় একজন বাদ্যকর। স্থানীয়রা জানায়, পদ্মার চরে ঘাস কেটে ফিরে আসার পথে, তীব্র স্রোতে ঘাস ভর্তি ট্রলারটি ডুবে যায়। এ সময় নিখোঁজ লক্ষণের সঙ্গে আরও ৪ জন ছিলেন। পরে এক জেলের সহযোগিতায় চারজন প্রাণে বেঁচে যায়।

কিন্তু নিখোঁজ হন লক্ষণ চন্দ্র দাস।

উদ্ধার হওয়া মন্নাফ একজন বলেন, আমরা ৫ জন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পদ্মার চরে ঘাস কাটতে যাই। ঘাস কাটা শেষে দুপুরে বাড়ির উদ্দেশ্য রওনা হই। পদ্মা সেতুর ৩-৪ নম্বর খুঁটির কাছে আসলে অনেক স্রোতের মুখে পড়ি। এসময় স্রোতের টানে আমাদের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় আমরা ৪ জন বেঁচে আসি। তবে লক্ষণকে আমরা উঠাতে পারিনি। তীব্র স্রোতে ট্রলারও ভেসে যায়।

উদ্ধারকারী জেলে হবি হাওলাদার বলেন, আমি পদ্মা নদীতে মাছ ধরি। দুপুরের আযানের পরে খাবার খেতে যাওয়ার সময় দূর থেকে দেখি ৪-৫ জনসহ একটি ট্রলার ডুবে যাচ্ছে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করি। ট্রলারসহ আরেকজনকে উদ্ধার করতে পারিনি।

লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর সুমন আলী জানান, খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দলসহ ঘটনাস্থলে আসি। নিখোঁজ লক্ষণ চন্দ্র দাস পানিতে ভেসে গেছেন। পদ্মায় প্রবল স্রোত থাকায় আমরা ডুবুরি দলকেও পদ্মায় নামাতে পারিনি।

news24bd.tv/JP