নাহিদ ইসলামের অভিযোগ নাকচ ত্রিপুরার মন্ত্রীর

বিবিসি বাংলার প্রতিবেদন

নাহিদ ইসলামের অভিযোগ নাকচ ত্রিপুরার মন্ত্রীর

অনলাইন ডেস্ক

‘বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে’, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের এমন অভিযোগের বিষয়ে ত্রিপুরার বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে যোগাযোগ করে বিবিসি বাংলা। এসময় তিনি নাহিদ ইসলামের অভিযোগ নাকচ করে দেন।

মি. নাথ বলেন, “তারা যেটা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়, তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না!”

তিনি বলেন, “আমরা যদি অমানবিক হতাম, তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম –বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে।

তাও নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি। অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন। ”

news24bd.tv/JP