ট্রাম্পকে হামলাকারী ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার

সংগৃহীত ছবি

ট্রাম্পকে হামলাকারী ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার

অনলাইন ডেস্ক

পেনসিলভানিয়ার বাটলারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী বন্দুকধারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও সিবিএস জানায়, ডিএনএ টেস্টের মাধ্যমে এফবিআই নিশ্চিত হয়েছে, টমাস ম্যাথিউ ক্রুকস নামে ২০ বছর বয়সী এক তরুণ এ হামলার সঙ্গে জড়িত। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেলপার্ক এলাকার বাসিন্দা।

আল জাজিরার প্রতিবেদনের বরাতে জানা যায়, হামলার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি এফবিআই।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আবারও প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর বন্দুক হামলার পুনরাবৃত্তি দেখল।

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এ ঘটনা ঘটে।

তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন ট্রাম্প। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, হামলাকারী এ আর ১৫ সেমি অটোম্যাটিক রাইফেল দিয়ে ট্রাম্পের উপর গুলি চালান।  

নির্বাচনি সমাবেশে গুলির শব্দের পরপরই ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরা ট্রাম্প যন্ত্রণায় তার কান চেপে ধরেন। এ সময় তার ডান কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।

এরপর নিরাপত্তা দেয়াল তৈরি করে তাকে নির্বাচনি সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নিয়ে কাছের একটি গাড়িতে তোলা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে।

#ইমরান

news24bd.tv/DHL