জেলেনস্কিকে 'পুতিন' বলে সম্মোধন বাইডেনের

জেলেনস্কিকে 'পুতিন' বলে সম্মোধন বাইডেনের

অনলাইন ডেস্ক

বয়স নিয়ে বরাবরই সমালোচনার শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কখনো বক্তব্য দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলা আবার কখনো কথা জড়িয়ে যাচ্ছে ৮১ বছর বয়সী মার্কিন এই প্রেসিডেন্টের।

এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'পুতিন' বলে সম্মোধন করলেন করলেন বাইডেন।

এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

মূলত ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বাইডেন। যদিও এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে সকলের সামনে ক্ষমা চেয়ে জেলেনস্কিকে বক্তব্য রাখার আহ্বান জানান বাইডেন।

তবে বাইডেনের মুখে পুতিন শুনে বেশ বিব্রতকর দেখা যায় তার পাশে দাঁড়িয়ে থাকা জেলনস্কিকে। এরপর বাইডেনের আমন্ত্রণে এগিয়ে এসে জেলনস্কি বলেন 'আই এম বেটার'।

এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে নিজেকে ভালো দাবিও করেন জেলেনস্কি। এ সময় রুমে থাকা অনেকেই হাসতে শুরু করেন।

ভিডিও 

news24bd.tv/SC