ঠাকুরগাঁওয়ে ৬০ নারী শ্রমিকের মাঝে চেক-সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৬০ নারী শ্রমিকের মাঝে চেক-সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ ( RERMP -3 ) প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়ের ৬৯ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হরিপুর উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা।

সরকারি কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিদেরকে জনকল্যাণে বেশি করে কাজ করতে ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান আসিয়া বেগম উপস্থিত ছিলেন।

পরে হরিপুর উপজেলার কামার পুকুর হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এমপি সুজন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক