২১ জুলাই ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে পিঠা উৎসব

২১ জুলাই ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে পিঠা উৎসব

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে ‘শীতের পিঠা উৎসব’।

আগামী ২১ জুলাই (রোববার) দিনব্যাপী বাহারি আয়োজনে পিঠার সমাহারে বর্ণিল হবে পিঠা উৎসব। সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করবেন স্কুলের ছাত্রছাত্রী ও সিডনির প্রখ্যাত শিল্পীরা।

ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহার্থে প্রতি বছর ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব করা হয়।

দেশ ছেড়ে সুদূর প্রবাসে আসা বাঙালির রসনা তৃপ্ত করতে এবং আগামী প্রজন্মকেও ঐতিহ্যের অংশীদার করতে দুই দশকেরও বেশি সময়ের ধারাবাহিকতায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এই পিঠা উৎসব আয়োজিত হয়ে আসছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক