গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিকের বিচার করছে রাশিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিকের বিচার করছে রাশিয়া

অনলাইন ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার আদালতে বিচারের সম্মুখীন হয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ। সরকারপক্ষের কৌঁসুলিদের মতে, ইউক্রেন যুদ্ধের ব্যবহারের জন্য রাশিয়াকে ট্যাংক সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠানের ব্যাপারে সিআইএর হয়ে গোপন তথ্য সংগ্রহ করেছেন তিনি। খবর রয়টার্সের।

অভিযোগ প্রমাণিত হলে ইভানকে ২০ বছর জেল খাটতে হতে পারে।

ইভানের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করছে মার্কিন সরকার ও তার নিয়োগকারী প্রতিষ্ঠান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইভানকে তাদের দেশে কাজ করার অনুমতি দিয়েছিল এবং তিনি সেখানে তার দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে মার্কিন সরকার ও ওয়াল স্ট্রিট জার্নাল।

এক বিবৃতিতে রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ইভানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ কিংবা আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত নয়। এর মধ্য দিয়ে ক্রেমলিন মার্কিন নাগরিকদের ব্যবহার করে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করছে।

আমরা ইভানের অতিসত্ত্বর মুক্তি দাবি করছি।

news24bd.tv/ab