সোনাক্ষী-জাহিরের বিয়ে, বিক্ষোভের মুখে কড়া জবাব শত্রুঘ্ন সিনহার 

সোনাক্ষী-জাহিরের বিয়ে, বিক্ষোভের মুখে কড়া জবাব শত্রুঘ্ন সিনহার 

অনলাইন ডেস্ক

সকালে বিয়ে, রাতে রিসেপশন। ঘরোয়াভাবে আইনী রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন বলিউড তারকা জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ধর্ম তাদের বাধা হতে পারেনি। দুই তারকার বিয়ের রাতের রিসেপশনে বসেছিল তারকার মেলা।

সালমান খান থেকে শুরু করে রেখা, কাজল সকলেই উপস্থিত ছিলেন রিসেপশন অনুষ্ঠানে। এদিকে অভিনেতা ও সংসদ সদস্য শত্রুঘ্ন সিন্‌হার মেয়ে সোনাক্ষী ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে বিয়ের ঘোষণা হওয়ার পরই নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রী ও তার পরিবারকে।

বিয়ের পর পাটনায় অসন্তোষ প্রকাশ করেছে হিন্দু শিব ভবানী সেনা। রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে।

‘লভ জিহাদ’-বলে চিহ্নিত করা হয়েছে অভিনেত্রীর বিয়েকে। সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটপাড়ার একাংশও ক্ষুব্ধ।

এ নিয়ে মুখ খোলেন শত্রুঘ্ন সিনহা। তার সাফ জবাব, 'আমার মেয়ে যা করেছে দেশের সংবিধান মেনে করেছে। নিজেদের কাজে মন দিন। '

গত ২৩ জুন সোনাক্ষী সিন্‌হার বাবা শত্রুঘ্ন সিন্‌হা, মা পুনম সিন্‌হা দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছেন। তাদের এই খুশির মুহূর্তে শামিল হয়েছেন বলিউডের অনেকেই। তবে শোনা যাচ্ছে, অভিনেত্রীর দুই দাদা লব ও কুশ সিন্‌হা নাকি অখুশি বোনের বিয়ে নিয়ে।

news24bd.tv/TR