ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে যুক্তরাষ্ট্র

ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

চমক দেখিয়ে সুপার এইটে ওঠা যুক্তরাষ্ট্রের সেমিফাইনাল স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে টানা দুই হারে। তারপরেও আসরে কাগজে-কলমে টিকে আছে স্বাগতিকরা। শেষ ম্যাচে এক অসম্ভব সমীকরণ মেলাতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে যুক্তরাষ্ট্র।  

আজ রোববার (২৩ জুন) গ্রুপ '২' এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে যুক্তরাষ্ট্র।

 

যুক্তরাষ্ট্রের জন্য সেমির স্বপ্ন ফিকে হলেও শেষ চারের টিকিট কাটতে এ ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের তিনে আছে ইংল্যান্ড। এ ম্যাচ একটু বড় ব্যবধানে জিতলেই নেট রানরেটে এগিয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান দখল করবে ইংল্যান্ড।  

যুক্তরাষ্ট্র একাদশ: স্টেভেন টেলর, আন্দ্রিয়েস গুস (উইকেটকিপার), নিতিশ কুমার, অ্যারন জোনস (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, শাদলি ভ্যান সাল্কউইক, নসতুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রভালকার।

ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিচ টপলি।

news24bd.tv/SHS