তাহসান-মিথিলার ‘বাজি’ আসছে রাতে 

তাহসান-মিথিলার ‘বাজি’ আসছে রাতে 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিনোদন জগতে প্রায় সবখানে পদচারণা আছে তাহসান খানের। সঙ্গীত, টিভি নাটক, সিনেমা এবং সঞ্চালনার পর এবার এই তারকাকে দেখা যাবে ওটিটি প্লাটফর্মেও। তাহসান খান অভিনীত ওটিটি প্লাটফর্ম চরকিতে আজ সোমবার রাতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘বাজি’।

ক্রিকেটারের চরিত্রে দর্শক এবার দেখতে পাবে এই অভিনেতাকে।

অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে এক ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। একসময়ের আলোচিত জুটি তাহসান খান ও মিথিলা দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা দিলেন ‘বাজি’র মাধ্যমে।

‘বাজি’ নির্মাণ করেছেন আরিফুর রহমান। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

সিরিজটি দিয়ে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা। ’

সিরিজটিতে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে এক ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। তিনি বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং। ’

‘বাজি’ নিয়ে পরিচালক আরিফুর রহমান বলেন, ‘অভিনয়শিল্পী থেকে কলাকুশলী, সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে এ সিরিজটি। ’

news24bd.tv/TR  

 

এই রকম আরও টপিক