আর্জেন্টিনার কোপার চূড়ান্ত দলে আছেন যারা

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার কোপার চূড়ান্ত দলে আছেন যারা

অনলাইন ডেস্ক

২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সাথে আরও আছে কানাডা, পোল্যান্ড ও চিলি। এই টুর্নামেন্টের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ভালেন্তিন ব্রাকো, লিওনার্দো বেলার্দি ও আনহেল কোররেয়া।

দলে আছেন গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জেরোনিমো রুলি (আয়াক্স)।

ডিফেন্ডার: গনসালো মানতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাক আলিস্তের (লিভারপুল), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ) এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান/মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড). নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)

news24bd.tv/কেআই