চোখে টিউমার ধরা পড়েছে তাসরিফ খানের

চোখে টিউমার ধরা পড়েছে তাসরিফ খানের

অনলাইন ডেস্ক

তরুণ জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। এই গায়কের ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে।

আমার জন্য দোয়া করবেন। ’

তাসরিফের অসুস্থতা প্রসঙ্গে তার ভাই তানজীব খান গণমাধ্যমে বলেন, ‘কিছুদিন ধরে তাসরিফের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে। সেভাবে গুরুত্ব দেইনি আমরা। ৩ দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হই।

তখন বিভিন্ন চেকআপের পর চিকিৎসক জানান, এটা টিউমার। সার্জারি করাতে হবে। ’

তিনি আরও বলেন, তাসরিফ মানসিকভাবে শক্ত আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। সার্জারি দেশে নাকি দেশের বাইরে করাবো তা এখনো ঠিক করিনি আমরা।

এদিকে, তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।

এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই সংগীতশিল্পী।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক