এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ২.৬%

প্রতীকী ছবি

এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ২.৬%

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাংক বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসে পরিবর্তন এনেছে। তাদের অনুমান, যুক্তরাষ্ট্রের শক্ত অর্থনৈতিক অবস্থার কারণে এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ২.৬ শতাংশ। এর আগে জানুয়ারিতে বিশ্বব্যাংক জানিয়েছিল প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ। গত বছরও ২.৬ শতাংশ হারে বড় হয়েছিল বৈশ্বিক অর্থনীতি।

বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২.৫ শতাংশ গতিতে আগাতে পারে। কিন্তু জানুয়ারিতেও পরিস্থিতি ছিল সংকটপূর্ণ। বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগাবে ১.৬ শতাংশ হারে। বিশ্বব্যাংকের উপ-প্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা সচরাচর দেখা যায় না।

বিশ্বব্যাংকের সদস্য দেশের সংখ্যা ১৮৯। প্রণোদনা ও কম সুদে ঋণ দিয়ে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য কমানোর এবং জীবনমান উন্নত করার পথ খুঁজছে তারা। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, আগের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি স্লথ হয়েছে। কারণ দরিদ্র দেশগুলো বিশাল ঋণের বোঝা ও উচ্চ সুদ হারের চাপে পিষ্ট।

বাণিজ্যিক নিষেধাজ্ঞাও তাদের পিছিয়ে দিচ্ছে। এ ছাড়া যুদ্ধরত দেশগুলোর মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে।  

সূত্র: ফরচুন

news24bd.tv/DHL