ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহনে চলাচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহনে চলাচলে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি 

অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হ‌য়।

এদিকে ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছে।

পুলিশ জানায়, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে।

তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যায়। এ সময় ওই এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গতকাল থেকেই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী যানবাহন চলাচল করছে। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচলে এমন ধীরগতি।

news24bd.tv/SHS