আলমডাঙ্গায় বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রাজিবুল হক (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কুয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাজিবুল হক হারদি ইউনিয়নে থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে করে গরু কেনার উদ্দেশ্যে পাশ্ববর্তী হাটুভাঙ্গা গ্রামের যাচ্ছিলেন। পথে কুয়াতলা গ্রামে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/কেআই