ভারতে পাচার হওয়া শিশুসহ ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

সংগৃহীত ছবি

ভারতে পাচার হওয়া শিশুসহ ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

অনলাইন ডেস্ক

ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুকে কারাভোগ শেষে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট পাঠানো হয়। সেখান থেকে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে।

ফেরত আসারা হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আমজাদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৫৩), একই থানার রফিক তালুকদারের ছেলে মামুন তালুকদার (২৫), একই জেলার মোল্যারহাট উপজেলার সালেক শিকদারের ছেলে নাজমুল শিকদার (৩৮), খুলনা জেলার রুপসা থানার আক্কাস ভুইয়ার ছেলে রাজু ভুইয়া (২৫), একই থানার আব্দুল আজিমের মেয়ে আফসানা আক্তার (২৩), ছেলে আমিন (৬), মেয়ে ফাতিমা (৪), একই থানার নজরুল শেখের ছেলে ওমর ফারুক শেখ (২৬), খুলনা সদর থানার আল আমিন হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তার (২৩), নড়াইল জেলার কালিয়া থানার আফজাল মোল্লার ছেলে আব্দুন সাত্তার (৫০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার শামছুর শেখের মেয়ে ফাতেমা (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার আল আমিন হাওলাদারের ছেলে মাহীম হাওলাদার (৪) ও ফাহিম হাওলাদার (২)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র দুই বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারতে ফেলে রেখে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।

সেখান থেকে ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিবার সংস্থার কাছে তুলে দেয়া হবে।

news24bd.tv/DHL