রাজধানীর পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতীকী ছবি

রাজধানীর পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরানা পল্টন এলাকায় ১৫ তলা ভবনে লাগা আগুন পৃরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১২ জুন) রাত পৌনে ৭টার দিকে ১৫ তলা ভবনের ৬ তলায় লাগা এ আগুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ারসার্ভিস জানায়, আগুন লাগার ঘটনায় একজন অসুস্থ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এছাড়া আটকে পরা ব্যক্তিরা সবাই সুস্থ আছেন বলেন জানান তারা।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

news24bd.tv/SC

 

 

এই রকম আরও টপিক