ফতুল্লায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ফতুল্লায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

আজ বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে ফতুল্লা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

news24bd.tv/SHS