বেনজীরের বিরুদ্ধে আসা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়: মন্ত্রী

ফাইল ছবি

বেনজীরের বিরুদ্ধে আসা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আসা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার কোনো প্রশ্নই আসে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, বেনজীর যখন চাকরিতে ছিলেন তখন কি করেছেন সেটা বের হয়নি। এখন যখন এসব সামনে আসছে তখন সেটার তদন্ত চলছে। তদন্তে যা বের হবে সে অনুযায়ী বিচার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার অবশ্যই হবে, বিচারের তদন্তে কেউ বাঁধা দিচ্ছে না। বিচার নিয়ে কোনো ধরনের চাপ নেই। চাপ থাকার প্রশ্নই আসে না।

এসময় মন্ত্রী বলেন, বাবার তদন্তে যাতে কোনো বাঁধা না আসে সেটা বলতে সংসদ সদস্য আনারের মেয়ে আমার কাছে এসেছে।

আসামিদের ছাড় দেয়ার জন্য তদবির করা হচ্ছে। চাপ দেয়া হচ্ছে। বড় বড় জায়গা থেকে ফোন দেয়া হচ্ছে ছাড় দেয়ার জন্য। তবে বিচার নিয়ে কোনো ধরনের চাপ নেই।

news24bd.tv/FA