দুদকের ডাকে সাড়া দেননি বেনজীর, ২৩ জুন ফের তলব

ফাইল ছবি

দুদকের ডাকে সাড়া দেননি বেনজীর, ২৩ জুন ফের তলব

নিজস্ব প্রতিবেদক

দুদকের ডাকে সাড়া দিলেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফলে আগামী ২৩ জুন তাদে দুদকে হাজির হতে পুনরায় তারিখ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার (৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু বুধবার (৫ জুন) জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে এই সময় আবেদন করা হয়। দুদকের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক হাফিজুল ইসলামের বরাবর এই আবেদনটি করা হয়।

এই রকম আরও টপিক