কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দলের জন্য।

আজ কানাডা এবং আগামী রোববার আয়ারলান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেলেও সুপার এইটে খেলা কঠিন হয়ে যাবে বাবর আজমদের জন্য। ভারত-যুক্তরাষ্ট্রের পরাজয় কামনা করার পাশাপাশি রান রেটে এগিয়ে থাকতে হবে বাবর আজমদের।  

মঙ্গলবার নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান ক্রিকেট দল।

 

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পাকিস্তানের পরাজয় ছিল অপ্রত্যাশিত। যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন। ওই হার যতটা অস্বাভাবিক, অভাবনীয়, ততটাই স্বাভাবিক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তানের হার।

তবে এবারের হারের ধরনটা বিস্ময়কর।

নিউইয়র্কে রবিবাসরীয় মহারণে ভারতকে মাত্র ১১৯ রানে অলআউট করেও ব্যাখ্যাতীত ব্যাটিং ব্যর্থতায় ছয় রানে হেরে সত্যিকার অর্থেই বিপদে পড়ে গেছে পাকিস্তান।

তবে এখনই আশা ছাড়তে নারাজ বাবর আজম। শেষ দুই ম্যাচ জিতে সুপার এইটে ওঠার আশায় পাকিস্তান অধিনায়ক। খুবই কঠিন হলেও কাগজে-কলমে এখনো ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের।

প্রথম শর্ত হলো, আজ নিউইয়র্কে কানাডার বিপক্ষে ও ১৬ জুন লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাবরদের। পাশাপাশি গ্রুপের অন্য সব ম্যাচের ফল তাদের অনুকূলে থাকতে হবে।

news24bd.tv/কেআই