পর্যটন খাতে মূসক চায় না টোয়াব

টোয়াব এর প্রেসিডেন্ট মো. রাফেউজ্জামান।

পর্যটন খাতে মূসক চায় না টোয়াব

নিজস্ব প্রতিবেদক

ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক সুবিধা বহাল রাখার দাবী জানিয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াব। এ প্রসঙ্গে ঘোষিত বাজেটে ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতির সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে টোয়াব এর প্রেসিডেন্ট এবং এফবিবিসিআই ট্রাভেল, ট্যুর এন্ড হসপিটালিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. রাফেউজ্জামান বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে ট্যুর অপারেটরদের সেবার উপর প্রস্তাবিত বাজেটে মূসক আরোপের প্রস্তাব রহিত করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে দাবি করা করা হয়, এমনিতেই পর্যটকরা নানা খাতে কর দিয়ে থাকেন।

ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক প্রত্যাহার করা হলে ভ্রমণের খরচ বহুলাংশে বৃদ্ধি পাবে। যা এ খাতের বিকাশে বাধা হয়ে দাড়াবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক